How to hack windows password

আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই এটাই আমার প্রথম টিউন এই টেকটিউনস জগতে কিন্তু এই টেকটিউনস জগতের সাথে আমার সম্পর্ক 2009 সাল থেকে অনেক কিছু জীবনে অর্জন করেছি এই টেকটিউনস থেকে যা বলে শেষ করা যাবে না প্রথমেই ক্ষমা চাইছি কারণ প্রথম টিউন ভুল হইলে ক্ষমা কিন্তু করতেই হইবো তাহলে আসল কথায় আসি
আমরা সাধারণত সবাই কম্পিউটারে উইন্ডোজ ই ব্যবহার করে থাকি আর আমরা প্রায় সবাই ই কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে থাকি দেখা যায় অনেক সময় সে পাসওয়ার্ড ভুলে যাই যার কারণে আবার উইন্ডোজ সেটাপ দিয়ে থাকি অথবা কারো কম্পিউটার যদি অন করতে চাই তার অজান্তে সে ক্ষেত্রেও পাসওয়ার্ড একটা বিশাল ঝামেলা তাই আমি আপনাদের আজ দেখাবো কিভাবে পাসওয়ার্ড না জেনেও যেকোনো অথবা যে কারো কম্পিউটার অন করা যায় কিন্তু সবার কাছে বিশেষ অনুরোধ করছি এই পদ্ধতি কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
এই পদ্ধতিটি আজ আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য আর তা হলো শুধু মাত্র শিক্ষার জন্য,  যাতে ভবিষ্যতে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে যেন খুব সহজেই সেই প্রবলেমের সমাধান করতে পারেন উইন্ডোজের কোনোরকম পাসওয়ার্ড ছাড়াই কিভাবে কম্পিউটার অন করবেন  তা অনেক সহজ ভাবে ভিডিও আকারে তৈরি করেছি ভিডিও টিউটোরিয়াল টি ভালো ভাবে অনুসরণ করলে কোনো পাসওয়ার্ড ই আর আপনাকে থামাতে পারবেনা আর হে সম্পূর্ণ টিউটোরিয়াল টি আমি মোবাইলে রেকর্ড করেছি আর এটাও আমার জীবনের প্রথম ভিডিও টিউটোরিয়াল তাই ভুল হলে ক্ষমা দিতেই হইবো কিন্তু জীবনেতো অনেক উইন্ডোজ এর পাসওয়ার্ড হ্যাকিংয়ের টিউটোরিয়াল দেখছেন কিন্তু আমার বিস্বাস এমন  কার্যকারী টিউটোরিয়াল জীবনেও দেখেন নাই তো চলুন ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিন। ভিডিও টি দেখতে নীচে ক্লিক করুন
ভিডিও টি দেখতে এইখানে ক্লিক করুন
Share on Google Plus

About lmz

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment