ফাইল হাইড কি
ফাইল হাইড হল আপনার কোন গোপনীয় ফাইল কে লুকিয়ে রাখা। প্রায় সবাই কোন ফাইল হাইড সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় ফাইল হাইড করে রাখে তবে আমরা আজ দেখব কিভাবে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই পাসওয়ার্ড দিয়ে অডিও বা ভিডিও বা যেকোন ফাইল লুকিইয়ে রাখা যায়। প্রথমে নিচের মত করে একটি ফোল্ডার তৈরি করি।

এখন একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করি নিছের মত করে।

টেক্সট ডকুমেন্ট ওপেন করে নিছের মত করে আমাদের মন মত password দেই

এখন টেক্সট ডকুমেন্টির এক্সটেন্সন পরিবর্তন করে .bat দেই।

.bat ফাইল এ ডাবল ক্লিক করি তাহলে নিচের মত একটি ফোল্ডার তৈরি হবে private নামে।

আপনি যে অডিও বা ভিডিও বা যে ফাইল লুকিইয়ে রাখতে চান সেই ফাইল কপি বা পেস্ট করেন এই private নামের ফোল্ডার এ। যেকোন ফাইল ই হাইড করা যাবে।

আপনি আপনার .bat ফাইল্টা ডাবল ক্লিক করুন তাহলে নিছের মত আসবে আপনি y লেখে এন্টার প্রেস করুন।বেচ আপনার ফাইল হাইড হয়ে গেছে।

এবার আপনার ফাইল দেখার জন্য আবার ওপেন করে আপনার দিয়ে এন্টার প্রেস করুন। আপনার ফাইল পেয়ে গেছেন তাই না।

সহায়ক হিসেবে ভিডিওটি দেখুন
কোড
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
| cls@ECHO OFFtitle Folder Privateif EXIST "HTG Locker" goto UNLOCKif NOT EXIST Private goto MDLOCKER:CONFIRMecho Are you sure you want to lock the folder(Y/N)set/p "cho=>"if %cho%==Y goto LOCKif %cho%==y goto LOCKif %cho%==n goto ENDif %cho%==N goto ENDecho Invalid choice.goto CONFIRM:LOCKren Private "HTG Locker"attrib +h +s "HTG Locker"echo Folder lockedgoto End:UNLOCKecho Enter password to unlock folderset/p "pass=>"if NOT %pass%== asif goto FAILattrib -h -s "HTG Locker"ren "HTG Locker" Privateecho Folder Unlocked successfullygoto End:FAILecho Invalid passwordgoto end:MDLOCKERmd Privateecho Private created successfullygoto End:End |
ধন্যবাদ।
All Song BD
ReplyDeletenice
ReplyDelete